আপডেট : ১০ জানুয়ারি, ২০২৪ ১৫:০২
ফরিদপুরে ইট বোঝাই গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ইট বোঝাই গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু

প্রতীকী ছবি।

ফরিদপুরের মধুখালীতে ইট বোঝাই গাড়ির ধাক্কায় তপন কুমার রায় (৪২) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে মধুখালী বাস স্ট্যান্ডে চিনিকলগামী সড়ক সংলগ্ন ৩নং রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তপন ফরিদপুর জেলার মধুখালী থানার মৃত গোকুল চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয়রা জানায়, রাস্তা পার হওয়ার সময় একটি ইট বোঝাই গাড়ি তপনকে ধাক্কা দিলে এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাইওয়ে থানা পুলিশ বলেন, ‘অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনা কবলিত গাড়ি করিমপুর থানা হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।’