জাতীয় পার্টিকে গণতান্ত্রিক দল উল্লেখ করে পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পত্নী ও লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক শেরিফা কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি আর অতীতের মত ভুল করবে না।
আজ রোববার রাতে লালমনিরহাট জেলা জাতীয় পাটির কার্যালয় মাঠে সদর উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেরিফা কাদের বলেন, দেশে যে নৈরাজ্য চলছে তা থেকে শান্তি ফিরে পেতে জাতীয় পার্টির সরকার দরকার। জাতীয় পার্টি কোন দলের সঙ্গে আগামী নির্বাচনে যাবে তা এখনো বলার সময় হয়নি। তবে লুটপাটকারী বা সন্ত্রাসী দলের সঙ্গে জাপা সরকার গঠন করবে না। দেশের মানুষের আশা সুষ্ঠু নির্বাচন হোক। প্রয়োজনে জাতীয় পার্টি ৩০০ আসনে একক প্রার্থী দিয়ে নির্বাচন করবে।
আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিট-ওপিট মন্তব্য করে শেরিফা কাদের বলেন, দেশের মানুষ এদের কাউকে ক্ষমতার মসনদে দেখতে চায় না। দেশের মানুষ চায় জাতীয় পার্টিকে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার সদস্য সচিব জাহিদ হাসান লিমন, রংপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অনিসুল ইসলাম মন্ডল, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জাপা নেতা মো. আলমগীর হোসেন, রুহুল আমিন দুদু প্রমুখ।
সম্মেলন শেষে লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে অ্যাডভোকেট নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মো. মাহাতাব উদ্দিনের নাম ঘোষণা করেন জেলা শাখার আহ্বায়ক শেরিফা কাদের।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা