আপডেট : ১১ জানুয়ারি, ২০২৪ ১৩:৩৬
মানিকগঞ্জে হাজতির মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে হাজতির মৃত্যু

মানিকগঞ্জে জেলা কারাগারে বন্দি অবস্থায় সাগর হোসেন (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার রাতে অসুস্থ অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাগর হোসেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালতলা এলাকার মৃত হাসেম আলীর ছেলে। তিনি সিঙ্গাইর থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে বন্দি ছিলেন।

কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর হাজতি সাগর হোসেন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সাড়ে ৮টার দিকে জেলা কারাগার থেকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা সুলতানা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার (হাজতি) মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

মানিকগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী আফজাল হোসেন জানান, মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হচ্ছে। স্বজনদের খবর দেয়া হয়েছে।

তবে জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দের মোবাইলে একাধিকবার ফোন করেও এ বিষয়ে তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।