আপডেট : ১১ জানুয়ারি, ২০২৪ ১৮:০২
অস্ত্র মামলায় হাইকোর্টে খালাস রিজেন্টের সাহেদ
নিজস্ব প্রতিবেদক

অস্ত্র মামলায় হাইকোর্টে খালাস রিজেন্টের সাহেদ

ফাইল ছবি

রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে অস্ত্র মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন দণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তার আপিল মঞ্জুর করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। সাহেদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও শাহ মঞ্জুরুল হক, সঙ্গে আরও ছিলেন, মো. সেলিম আশরাফ চৌধুরী ও পলাশ চন্দ্র রায়

পরে আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, ‘এটি আসল অস্ত্র নয়, তার কারণ অস্ত্রটিতে দুই দেশের মেইড ইন লেখা রয়েছে, এটা কীভাবে হয়। তাছাড়া অস্ত্র উদ্ধারের বিষয়টি স্পষ্ট না। মামলায় দেখা গেছে গাড়ির চাবি একজায়গা থেকে আর অস্ত্র গাড়ি থেকে উদ্ধার হয়েছে।’

‘রাষ্ট্রপক্ষ বিষয়টি প্রমাণ করতে পারেনি। আদালত তার আপিল মঞ্জুর করে খালাস দিয়েছেন।’

২০২০ সালের ২৮ সেপ্টেম্বর এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ আদালত।

মামলায় সাহেদকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ধারায় যাবজ্জীবন ও (চ) ধারায় সাত বছরের কারাদণ্ড দেয়া হয়। দুটি সাজা একত্রে চলবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। এছাড়া ওই অস্ত্র বাজেয়াপ্ত ও যে গাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে, তার মালিকানা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়।

পরে ২০২০ সালের নভেম্বরে হাইকোর্টে আপিল করেন সাহেদ।