আপডেট : ১১ জানুয়ারি, ২০২৪ ১৯:৫০
বাজলো বিয়ের সানাই!
বিনোদন প্রতিবেদক

বাজলো বিয়ের সানাই!

গায়ে হলুদ অনুষ্ঠানের একটি মুহূর্তে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানা। ছবি: সংগৃহীত

চলতি বছরের শুরুতেই ছোট পর্দার প্রিয়মুখ মৌসুমী হামিদকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, ২০২৪ সালে বিয়ের কোনো সম্ভাবনা আছে কিনা? জবাবে মৌসুমী হামিদ বলেছিলেন, হ্যাঁ, খুব শিগগিরই সুখবর দেব। দয়া করে গুজবে কান দেবেন না। সময় হলে আমি নিজেই সবাইকে জানাব।'

তবে সেই তাড়াতাড়িটা যে এত তাড়াতাড়ি তা বুঝে উঠার আগেই নিজের গায়ে হলুদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে মৌসুমী জানিয়ে দিলেন 'বেজেছে তার বিয়ের সানাই।' তার বর আবু সাইয়িদ রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত।

এরইমধ্যে বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসার ছাদে গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তার। গায়ে হলুদ অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। আগামীকাল শুক্রবার সম্পন্ন হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

খবরটি নিশ্চিত করে মৌসুমী হামিদ দৈনিক বাংলাকে বলেন,'রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’

উল্লেখ্য,লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। এরপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। তার ক্যারিয়ারের বয়স এক যুগেরও বেশি। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পায় মৌসুমী হামিদ অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। এটি নির্মাণ করেছেন অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এ ছাড়া মৌসুমী হামিদ অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’।