চট্টগ্রাম থেকে ঢাকাগামী পাথরবাহী এমভি টিটু ৫৮ নামে একটি লাইটার জাহাজের তলা ফেটে ইঞ্জিন রুমে পানি ঢুকে ভাসানচর থেকে সাত নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবতে শুরু করেছে। শনিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে এ তথ্য জানান ইব্রাহীম শেখ নামে জাহাজের এক নাবিক। ফোনে তাদের উদ্ধারের অনুরোধও করেন তিনি।
এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯-এর কলটেকার কনস্টেবল সালাউদ্দিন কোস্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষ ও কোস্ট গার্ড ইস্ট জোনে বিষয়টি জানান। পরে ৯৯৯ ডেসপাচার এএসআই কৃষ্ণ কমল দাশ কলার এবং উদ্ধার-সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
কোস্ট গার্ড পূর্ব জনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ডুবন্ত জাহাজ থেকে ১১ জন নাবিককে জীবিত উদ্ধার করে। পরে জাহাজটি সাগরে ডুবে যায়।
কোস্ট গার্ড উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া চিফ পেটি অফিসার মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।