আপডেট : ১৭ জানুয়ারি, ২০২৪ ১৩:৩৭
এথিকের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ১৫ জন নাট্যকর্মীকে সম্মাননা প্রদানের উদ্যোগ   
নিজস্ব প্রতিবেদক

এথিকের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ১৫ জন নাট্যকর্মীকে সম্মাননা প্রদানের উদ্যোগ   

মঞ্চনাটক সংগঠন ‘এথিক’- এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৫ জন প্রতিভাবান তরুণ নাট্যকর্মীকে সম্মাননা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। মঞ্চ নাটকে তরুণ নাট্য কর্মীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে বিগত দুই বছরের ধারাবাহিকতায় এবারও ঢাকা মহানগরীর বিভিন্ন নাট্য সংগঠনের এই ১৫জন প্রতিশ্রুতিশীল তরুণকে ‘এথিক তারুণ্য সম্মাননা-২০২৪’ প্রদান করা হচ্ছে।

আগামী ১৯ জানুয়ারি শুক্রবার বিকেলে বেইলী রোডস্থ মহিলা সমিতি মিলনায়তনে এবারের পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মঞ্চসারথী আতাউর রহমান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান নাট্যজন লাকী ইনাম, নাট্য অনুবাদক অধ্যাপক আব্দুস সেলিম।

এ বছর পুরস্কারপ্রাপ্তরা হলেন- নূরে খোদা মাসুক সিদ্দিক (থিয়েটার), রাজীব আহমেদ (নাট্যকেন্দ্র), মাশরুবা বিনতে মোশাররফ (লোকনাট্য দল), সালমান লিমন (দেশ নাটক), স্বাতী ভদ্র (প্রাচ্যনাট), ইউশা আনতারা প্রপা (থিয়েটার আরামবাগ), নূরুজ্জামান সরকার (অনুস্বর), সঞ্জয় গোস্বামী (বাতিঘর), শেউতী শীন শাহগুফতা (বটতলা), মো: শরীফুল ইসলাম (পদাতিক নাট্যসংসদ), অর্ক অপু (স্বপ্নদল), সামিউল আলম জীবন (মহাকাল নাট্যসম্প্রদায়) আশিউল ইসলাম (চারুনীড়ম), ইন্দ্রাণী ঘটক (থিয়েটার আর্ট ইউনিট) এবং সুধাংশু নাথ (লোকনাট্য দল বনানী)।

পুরস্কার বিরতরণ শেষ এথিক এর নতুন নাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’ মঞ্চস্থ হবে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে ‘এথিক’ এই পুরস্কার প্রদান করে আসছে।