ইউনাইটেড হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে তা এক সপ্তাহ পর প্রকাশ করা হবে। আজ শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানের মৃত্যু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটির রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। রিপোর্টের বিস্তারিত আগামী সপ্তাহে জানা যাবে। মন্ত্রণালয়ের কাজ শেষ করে তারাই প্রতিবেদন প্রকাশ করবেন।’
শিশু আয়ানের মৃত্যুর পর গত ৯ জানুয়ারি রাজধানীর বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন তার বাবা মো. শামীম আহমেদ। সেখানে ভুল চিকিৎসা ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ তদন্ত শুরু হলেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
পুলিশ বলছে, মামলায় ভুল চিকিৎসা ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। তবে অবহেলা ও ভুল চিকিৎসার বিষয়টি নিশ্চিত হতে পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি আদালতকেও জানানো হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
আয়ানের মৃত্যুতে চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। মুগদা জেনারেল হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধানের নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য ৩ সদস্যের মধ্যে ১ জন মুগদা হাসপাতালের এনেসথেসিয়া বিভাগের বিশেষজ্ঞ, আরেকজন মুগদা হাসপাতালেরই একজন সহকারী পরিচালক। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের একজন সহকারী পরিচালকও রয়েছেন এ কমিটিতে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয় কমিটিকে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন,শিশু আয়ানের মৃত্যুর মতো ঘটনা কেন ঘটে সে ব্যাপারে তদন্ত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ১৫ জানুয়ারি শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনা তদন্ত করে সাত দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি দেশের সব অনুমোদিত ও অননুমোদিত হাসপাতাল-ক্লিনিকের তালিকা এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা