আপডেট : ১৯ জানুয়ারি, ২০২৪ ২৩:২৫
বিপিএলের প্রথম দিনে জয় পেয়েছে ঢাকা এবং চট্টগ্রাম
ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের প্রথম দিনে জয় পেয়েছে ঢাকা এবং চট্টগ্রাম

চট্টগ্রামকে জেতালেন দীপু-নাজিবউল্লাহ। ছবি: সংগৃহীত

বিপিএলের প্রথম ম্যাচে দারুণ কিছু লড়াই দেখে ক্রিকেটবিশ্ব। দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা। এ দিন প্রথমে টস জিতে তারা। এরপর কুমিল্লাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় দলটি। ইমরুল কায়েসের ৫৬ বলে ৬৬ আর তাওহীদ হৃদয়ের ৪৭ রানের ভর করে ১৪৩ রানের সংগ্রহ পায় কুমিল্লা। লিটন দাস ইনিংসের শুরুতে তেমন কিছু করতে পারেননি। ইনিংসের শেষ তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছেন ঢাকার পেসার শরিফুল ইসলাম। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন দলটির ওপেনার নাঈম শেখ। দলীয় ১০১ রানে নিজেদের প্রথম উইকেট হারায় ঢাকা। এরপর দলীয় ১৪১ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। কিন্তু শেষের দিকে বাঁহাতি ব্যাটার ইরফান শুক্কুরের ১৬ বলে ২৪ রানের ওপর ভিত্তি করে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।

দিনের আরেক ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে সিলেট। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং মোহাম্মদ মিথুনের ৬৭ রানের জুটির ওপর ভিত্তি করে শুরুটা ভালো করে দলটি। এরপর বাঁহাতি ব্যাটার জাকির হাসানের ৭০ রানের ইনিংসের ওপর ভিত্তি করে ১৭৭ রানের লড়াকু পুঁজি পায় দলটি। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো করেনি চট্টগ্রাম। দলীয় ৫৯ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। উঁকি দিতে থাকে হারের শঙ্কা। দুই ব্যাটার শাহাদাত হোসেন দীপু এবং নাজিবুল্লাহ জাদরানের দানবীয় ফিফটির ওপর ভিত্তি করে ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম। দীপু অপরাজিত থাকেন ৫৭ রানে আর নাজিবউল্লাহ অপরাজিত থাকেন ৬১ রানে।