গাজীপুরের কালিয়াকৈরে লতিফপুর পৌরসভার ফটকের সামনে সড়ক দুর্ঘটনায় গাড়ির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।
শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে দুজন, টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শাখারিয়া গ্রামের লিয়াকত আলীর মেয়ে আয়েশা আক্তার (৩৫), একই জেলার দেলদুয়ার থানার বাদুলি গ্রামের আলমগীরের স্ত্রী আখি আক্তার (২৩)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদশী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। বাসটি উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আন্ডার পাসের উপর দিয়ে না উঠে দ্রুতগতিতে নিচ দিয়ে যাওয়ার সময় থামানো একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হন পাঁচজন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ব্যপারে সার্জেন্ট শরিফুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এখনো আহত তিনজন ও নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা