আপডেট : ২২ জানুয়ারি, ২০২৪ ১১:৩৭
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
দৈনিক বাংলা ডেস্ক

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪’ কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছবি : সংগৃহীত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪’ কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল করিম নাজিম, পরিচালকরা আক্কাচ উদ্দিন মোল্লা, মো. সানাউল্লাহ সাহিদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান, খন্দকার শাকিব আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকরা আব্দুল আজিজ, এস এম মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালকরা ইমতিয়াজ ইউ আহমেদ, রাশেদ সরওয়ার, এম এম সাইফুল ইসলাম, মোস্তফা হোসেন ও মো নাজিমউদ্দৌলা ওই সম্মেলনে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন। ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক ২০২৩ সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। এ ছাড়া সম্মেলনে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা এবং ১০৪টি শাখার ব্যবস্থাপকরা সম্মেলনে অংশগ্রহণ করেন। ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা শিমু অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন। সম্মেলনে আলোচকরা বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তা ছাড়া আলোচকরা গত বছরের ব্যবসায়িক সফলতা এবং চলতি বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কলাকৌশল নিরূপণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি