আপডেট : ২৪ জানুয়ারি, ২০২৪ ১২:২৩
মীরাক্কেল’র হৃদয় বিজ্ঞাপনের একজন নেপথ্য নায়ক
বিনোদন প্রতিবেদক

মীরাক্কেল’র হৃদয় বিজ্ঞাপনের একজন নেপথ্য নায়ক

এমদাদুল হক হৃদয়

সম্প্রতি এমদাদুল হক হৃদয়ের মূল ভাবনা ও সার্বিক তত্ত্বাবধানে, ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটি নামক একটি আবাসন প্রকল্পের বিজ্ঞাপনচিত্র প্রকাশিত হয়েছে। উক্ত বিজ্ঞাপনটি তে ক্যামেরার সামনেও দেখা গেছে হৃদয়কে। বিজ্ঞাপনটির সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিলো ধূমকেতু প্রোডাকশন। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনের গহীন কোণে নিজের পরিবার, নিজের ঘর, নিজের ঠিকানার প্রতি যে অনুভূতি, তার অনবদ্য চিত্রায়ণের মধ্য দিয়ে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে বিজ্ঞাপনটি। এর আগেও হৃদয়ের মূল ভাবনা ও সার্বিক তত্ত্বাবধানে হাতিল ফার্নিচারের একটি বিজ্ঞাপন তুমুলভাবে আলোচিত হয়েছে। এছাড়াও দেশীয় এবং আন্তর্জাতিক বেশ কিছু প্রতিষ্ঠানকে ডিজিটাল কমিউনিকেশনস এক্সপার্ট হিসেবে কনসালট্যান্সি সাপোর্ট দিচ্ছেন হৃদয় ও তার টীম।

২০১৬ সালে ভারতীয় টেলিভিশন চ্যানেল জী-বাংলায় অনুষ্ঠিত জনপ্রিয় রিয়্যালিটি শো মীরাক্কেল এর নবম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন হৃদয়। উক্ত আয়োজনের ফাইনালিস্ট হয়ে দেশে ফেরার পর বিভিন্ন টেলিভিশন চ্যানেল, রেডিও স্টেশন ও কনজিউমার ব্র্যান্ড গুলোর জন্য উপস্থাপনার পাশাপাশি ক্রিয়েটিভ প্ল্যানার হিসেবে কাজ করেন তিনি। পরবর্তীতে নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে বিভিন্ন ভিডিও কন্টেন্ট এর মাধ্যমে মজার ছলে প্রয়োজনীয় সামাজিক বার্তা পৌঁছে দিয়ে ডিজিটাল মাধ্যমেও জনপ্রিয়তা কুড়ান হৃদয়। ক্রিয়েটিভ প্ল্যানার হিসেবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকায়, তার এই ডিজিটাল মাধ্যম, কন্টেন্ট ও স্ট্র্যাটিজি নিয়ে গবেষণা তাকে ডিজিটাল কমিউনিকেশনস এ পারদর্শী করে তোলে। সাথে সাথে একটি টীম গঠন করে, বিভিন্ন কনজিউমার ব্র্যান্ড ও কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য, ডিজিটাল কমিউনিকেশনস সংক্রান্ত কনসাল্ট্যান্সি তে ব্যস্ত হন তিনি। ইদানিংকালের বেশ কিছু আলোচিত ডিজিটাল কন্টেন্ট ও ক্যাম্পেইনের নেপথ্যের নায়ক এমদাদুল হক হৃদয়।