আপডেট : ২৭ জানুয়ারি, ২০২৪ ২৩:০৬
সিলেট পর্বের দ্বিতীয় দিনেও ছিল বিদেশিদের দাপট
চৌধুরী জাফরউল্লাহ শারাফাত

সিলেট পর্বের দ্বিতীয় দিনেও ছিল বিদেশিদের দাপট

বিপিএলের এবারের আসরের সিলেট পর্বের দ্বিতীয় দিনেও দেখা গেছে বিদেশি ক্রিকেটারদের দাপট। তবে একটা কথা কিন্তু বলাই যায়, এদিন মাঠে উপস্থিত থাকা দর্শকদের হয়েছে পয়সা উসুল। কারণ দিনের উভয় ম্যাচই ছিল হাই স্কোরিং। তবে আক্ষেপের বিষয় একটাই- আর তা হলো এদিন দুই ম্যাচেই প্রত্যেক ইনিংসে ঊর্ধ্বে ছিল বিদেশি ক্রিকেটারদের দাপট।

দিনের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টপ পারফর্মার ছিলেন দুই বিদেশি ক্রিকেটার আভিষ্কা ফার্নান্দো এবং কার্টিস ক্যাম্ফার। আভিষ্কা খেলেছেন ৯১ রানের এক ঝলমলে ইনিংস। যা এখন পর্যন্ত এবারের বিপিএলের সর্বোচ্চ রানের ইনিংস। আর দলটির আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার এদিন খেলেছেন ৯ বলে ২৯ রানের অবিশ্বাস্য ক্যামিও। যে কারণে এখন পর্যন্ত এবারের বিপিএলের সর্বোচ্চ রানের ইনিংস গড়ে চট্টগ্রাম, ১৯৩। জবাবে ব্যাট করতে নেমে ম্যাচটি ১০ রানের জন্য হারে ফরচুন বরিশাল। তবে বরিশালের হয়েও এদিন ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দলটির বিদেশি ব্যাটার আহমেদ শেহজাদ। খেলেছেন ১৭ বলে ৩৯ রানের এক তাক লাগানো ইনিংস। পাশাপাশি বোলিংয়েও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ক্যাম্ফার।

ঠিক তেমনি দিনের দ্বিতীয় ম্যাচেও ছিল বিদেশিদের দাপট। এদিন প্রথমে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। শুরুটা ভালো হয় তাদের। দলটির বিদেশি ব্যাটার ব্রেন্ডন কিংয়ের আগ্রাসী ২০ রানের ইনিংসের ওপর ভিত্তি করে। আর এরপর তো পুরো ইনিংসের বেশির ভাগ সময় জুড়েই ছিল বাবর আজম শো। খেলেছেন ৪৬ বলে ৬২ রানের এক বিস্ফোরক ইনিংস। যেখানে ছিল ৫টি চার এবং ১টি ছয়ের মার। পাশাপাশি এদিন দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন আরেক বিদেশি ক্রিকেটার আজমতউল্লাহ ওমরজাই। খেলেছেন ১৫ বলে ৩২ রানের এক দুর্দান্ত ক্যামিও। যার সুবাদে ১৮১ রানের বড় পুঁজি পায় রংপুর।

জবাবে ব্যাট করতে নেমে রংপুরের বোলারদের কাছে পাত্তাই পায়নি দুর্দান্ত ঢাকা। তবুও দলটির হয়ে এদিন বলার মতো পারফরম্যান্স করেছেন একমাত্র বিদেশি ব্যাটার অ্যালেক্স রোজ। খেলেছেন ৩৫ বলে ৫১ রানের ইনিংস। তার খেলা ইনিংসের মাধ্যমেই তিনি যেন দলের বাকি ব্যাটারদের দেখিয়ে দিলেন এই পিচ এখনও কতটা ব্যাটিং সহায়ক। বিপিএলে আজ কোনো ম্যাচ নেই। আবারও জমজমাট লড়াইয়ে আগামীকাল মাঠে নামবে দলগুলো।