আপডেট : ২৯ জানুয়ারি, ২০২৪ ১১:৪৩
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে পুনরায় নিয়োগ পেলেন কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন
দৈনিক বাংলা ডেস্ক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে পুনরায় নিয়োগ পেলেন কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন

কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন)

কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন)-কে আবারও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন)-কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে উপসচিব পদমর্যাদায় নির্ধারিত বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

এতে আরও বলা হয়, ‘এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।’ ‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’