আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৪৫
ঢাকায় লাফার্জহোলসিমের টেকনিক্যাল সেমিনার
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকায় লাফার্জহোলসিমের টেকনিক্যাল সেমিনার

‘গ্রিন আর্কিটেকচার এজ এ স্যোশাল চেঞ্জ মেকার’ শিরোনামে সম্প্রতি একটি টেকনিক্যাল সেমিনারের আয়োজন করে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ছবি : সংগৃহীত

সম্প্রতি ‘গ্রিন আর্কিটেকচার এজ এ স্যোশাল চেঞ্জ মেকার’ শিরোনামে একটি টেকনিক্যাল সেমিনারের আয়োজন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতত্য আর্কিটেকচার ফর গ্রিন লিভিংয়ের প্রধান আর্কিটেক্ট মো. রফিক আজম, যেখানে তিনি টেকসই ডিজাইন এবং প্রকৃতি ও আর্কিটেকচারের মেলবন্ধনের ওপর গুরুত্ব আরোপ করেন। সেমিনারে লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী, কমার্শিয়াল ডিরেক্টর অমিত আগারওয়াল এবং হেড অব টেকনিক্যাল সার্ভিসেস ফখরুদ্দিন মোহাম্মদ খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একশরও বেশি আর্কিটেক্ট অংশ নেন। বিজ্ঞপ্তি