আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১৩:০৮
পুনম পাণ্ডেকে বয়কটের দাবি
বিনোদন ডেস্ক

পুনম পাণ্ডেকে বয়কটের দাবি

প্রচারের নামে ছেলেখেলা, প্রচারের নামে নোংরামি এবং মরণব্যাধি ক্যানসারকে খাটো করায় বিতর্কিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডেকে বয়কট করার দাবি জানিয়েছে বলিউড পরিবারের বড় একটি অংশ। পাশাপাশি নেটিজেনরা দাবি করছেন পুনমের বিরুদ্ধে মামলা করা হোক।

জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুনম পাণ্ডের। গত শুক্রবার বেলা ১১টা নাগাদ এ খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ৩২ বছরের নায়িকার এই আকস্মিক মৃত্যুকে ঘিরে দানা বাধে রহস্য। এ খবর পেয়ে হতবাক হয়ে যায় গোটা ভারতীয় শোবিজের বাসিন্দারা। যে অভিনেত্রী বরাবরই চমকে বিশ্বাসী, তার মৃত্যুর খবরও যে চমক হতে পারে- সেরকমও একটা সন্দেহ জন্মেছিল অনেকের মনে। তবে মৃত্যুর মতো খবর নিয়ে কি সত্যিই কেউ মশকরা করবেন! এ প্রশ্নও জেগেছিল। কিন্তু যে পুনমের বিরুদ্ধে ‘খবরে আসার জন্য যা খুশি’ পারেন’ বলে এতদিন অভিযোগ ছিল, সেই পুনম নিজেই প্রমাণ করলেন, চমকের ঊর্ধ্বে তা জীবনে আর কিছুই নেই। বাংলাদেশের গণমাধ্যমও প্রকাশ করে ৩২ বছর বয়সি পুনমের মৃত্যুর খবর।

কিন্তু গতকাল শনিবার পুনম যখন নিজেই ইনস্টাগ্রামে পুরো বিষয়টা খোলসা করেন। জানান, বেঁচে আছেন তিনি। মৃত্যুর খবর ছিল ভুয়া। এক ভিডিও বার্তা জারি করে জানালেন মৃত্যুর মিথ্যা খবর ছড়ানোর কারণ। পুনম বলেন, ‘আমি ক্ষমা চাইছি, আমার জন্য যে অসুবিধা হয়েছে, যারা আমার জন্য আহত হয়েছেন। কিন্তু আমার অভিপ্রায় ছিল সবাইকে শক দেওয়ার, কারণ আমরা সার্ভিক্যাল ক্যানসার নিয়ে সচেতন নই। সে কারণেই আমি মৃত্যুর মিথ্যা নাটক করেছি। জানি হয়তো বিষয়টি বাড়াবাড়ি, কিন্তু এর জন্য হঠাৎ করে জরায়ুমুখ ক্যানসার নিয়ে কথা। এই রোগটা নিঃশব্দে বহু প্রাণ কাড়ছে। সার্ভিক্যাল ক্যানসার নিয়ে আলোচনা প্রয়োজন। আমি গর্বিত আমার মৃত্যুর ভুয়া খবর যেটা করে দেখাল। যারা আমাকে প্রশ্ন করতে চান, আমি উত্তর দেব হটারফ্লাইতে লাইভে এসে।’

পুনমের এই বক্তব্যে গোটা নেট দুনিয়াজুড়ে নিন্দার ঝড় ওঠে। বেশির ভাগের মতে, এটা একেবারে সস্তা প্রচার ও নোংরামি। নেটিজেনদের মতে, ক্যানসার রোগীদের অপমান করেছেন পুনম। তাদের অনুভূতিতে আঘাত দিয়েছেন। এ ধরনের কুরুচিকর প্রচারের জন্য পুনমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত। ইতোমধ্যেই পুনমের বিরুদ্ধে জনমত তৈরি করার পরিকল্পনা নেটপাড়ায়।

উল্লেখ্য, আজ ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। ঠিক তার দুই দিন আগেই পুনমের সার্ভিক্যাল ক্যানসারে আচমকা মৃত্যুর খবরে অনেকেই মনে করেছিলেন হয়তো গোটাটাই প্রচার কৌশল। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।