মিরপুরের শেরে-ই বাংলা জতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বিতীয় পর্বের খেলা।
চায়ের শহর সিলেট ঘুরে এসে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এই আসর আবার ফিরে এসেছে ঢাকায়। প্রথম পর্বের মতো এবারেও মিরপুরে প্রতিদিন থাকবে ২টি করে ম্যাচ।
সিলেট পর্ব শেষে অনেকটাই জমে উঠেছে এই টুর্নামেন্ট। পয়েন্ট টেবিলে ব্যাপক অদলবদলের পর শীর্ষে উঠে এসেছে রংপুর রাইডার্স। দুর্দান্ত ফর্মে থাকা খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেমে এসেছে কিছুটা নিচে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স আছে ফিরে আসার চেষ্টায়। ফরচুন বরিশাল আর দুর্দান্ত ঢাকাও নিজেদের গুছিয়ে নিতে মরিয়া।
ঢাকা পর্বের প্রথম দিনের প্রথম ম্যাচে খেলবে দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্স। এই দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল। প্লে-অফের জন্য লড়াই জমিয়ে দিতে পারে এই দুই ম্যাচ। প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। আর পরের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
তারিখ | খেলা | সময় |
৬ ফেব্রুয়ারি ২০২৪ | রংপুর রাইডার্স-দুর্দান্ত ঢাকা | বেলা ১-৩০ মি. |
৬ ফেব্রুয়ারি ২০২৪ | ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | সন্ধ্যা ৬-৩০ মি. |
৭ ফেব্রুয়ারি ২০২৪ | কুমিল্লা ভিক্টোরিয়ানস-খুলনা টাইগার্স | বেলা ১-৩০ মি. |
৭ ফেব্রুয়ারি ২০২৪ | সিলেট স্ট্রাইকার্স-দুর্দান্ত ঢাকা | সন্ধ্যা ৬-৩০ মি. |
৯ ফেব্রুয়ারি ২০২৪ | সিলেট স্ট্রাইকার্স-খুলনা টাইগার্স | বেলা ২টা |
৯ ফেব্রুয়ারি ২০২৪ | কুমিল্লা ভিক্টোরিয়ানস-দুর্দান্ত ঢাকা | সন্ধ্যা ৭টা |
১০ ফেব্রুয়ারি ২০২৪ | রংপুর রাইডার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | বেলা ১-৩০ মি. |
১০ ফেব্রুয়ারি ২০২৪ | ফরচুন বরিশাল-দুর্দান্ত ঢাকা | সন্ধ্যা ৬-৩০ মি. |
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা