আপডেট : ২৬ অক্টোবর, ২০২২ ০৮:৪৪
মিরসরাইয়ে ড্রেজারডুবি: আরও এক মরদেহ উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি

মিরসরাইয়ে ড্রেজারডুবি: আরও এক মরদেহ উদ্ধার

ছবি: দৈনিক বাংলা

চট্টগ্রামের মিরসরাই উপকূলে সন্দ্বীপ চ্যানেলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বালু তোলার ড্রেজার ডুবির ঘটনায় আরও এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ড্রেজারের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহত জাহিদ (২৫) পটুয়াখালীর জৈনকাঠি এলাকার রহমান ফকিরের ছেলে।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, ড্রেজারে চারটা কম্পার্টমেন্ট রয়েছে। একপাশের কম্পার্টমেন্টে তল্লাশি করে রাত পৌনে ৯টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ড্রেজারটিতে আরও মরদেহ থাকতে পারে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় সোমবার রাতে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ৩ নম্বর জেটি এলাকায় উল্টে ৮ শ্রমিক নিখোঁজ হন। তাদের উদ্ধারে মঙ্গলবার দুপুরে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।