ক্যারিয়ারের একেবারে উচ্চতায় যখন ঠিক তখন রিয়াল মাদ্রিদ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো, এরই মধ্যে প্রায় অর্ধযুগ পার হয়ে গেছে। যে সময় রিয়ালকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ উপহার দিয়েছেন, তখন তিনি রিয়াল মাদ্রিদ ছেড়েছেন। ২০১৮ সালে হঠাৎ করেই রিয়াল ছেড়ে সিআর সেভেন যোগ দেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে।
এটা সবাই জানে, খুব ভালো স্মৃতি নিয়ে রিয়াল ছাড়েননি রোনালদো। ২০১৮ সালে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর তার ক্লাব ছাড়ার কথাই ছিল না। তখন থেকে অনেকেই বলে আসছিলেন যে, ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে সম্পর্কের অবনতির কারণেই সিআর সেভেন রিয়াল ছেড়ে যান।
রিয়াল মাদ্রিদ হয়তো রোনালদোর এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছে এবং ২০১৮ সালে যে ক্ষত তৈরি হয়েছিল, সেই ক্ষত কিছুটা সারিয়ে তোলার চেষ্টা করছে। প্রায় ৬ বছর পর এসে অবশেষে সিআর সেভেন কিছুটা সম্মান পেতে যাচ্ছেন রিয়ালের পক্ষ থেকে।
নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদের ক্লাব ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলারের কয়েকটি আসনের একটি দখল করে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কেউ কেউ তো বলেন, রিয়ালের সর্বকালের সেরা ফুটবলারটিই হলেন সিআর সেভেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা