অনেক নাটকীয়তা ও ঘটনার পর বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলা থেকে মে মাসের শেষের দিকে বেকসুর খালাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)।
এরপর আবারও আদালতের দ্বারস্থ হয়েছেন শাহরুখপুত্র। গত বৃহস্পতিবার এনসিবির কাছে পাসপোর্ট ফেরত চেয়ে এনডিপিএস আদালতে একটি আবেদন করেছেন।
আরিয়ানের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৩ জুলাই এনসিবিকে জবাব দিতে এবং শুনানির দিন ধার্য করেছেন আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের অক্টোবরের শুরুতে হাই-প্রোফাইল মাদক মামলায় আরিয়ানকে গ্রেপ্তার করেছিল এনসিবি, কিন্তু মে মাসে তদন্ত সংস্থার দেয়া অভিযোগপত্রে তার নাম ছিল না।
আরিয়ান এবং অন্য পাঁচজনকে ‘পর্যাপ্ত প্রমাণের অভাবে’ ছেড়ে দিয়েছে এনসিবি। জামিনের শর্ত অনুযায়ী আদালতে পাসপোর্ট জমা দেন আরিয়ান।
বৃহস্পতিবার আরিয়ান তার আইনজীবী অমিত দেশাই এবং দেশাই দেশাই কারিমজি এবং মুল্লার রাহুল আগরওয়ালের মাধ্যমে পাসপোর্ট ফেরত চেয়ে আদালতে আবেদন করেন।
গত বছরের ৩ অক্টোবর মুম্বাই উপকূলে গোয়াগামী একটি ক্রুজ জাহাজে অভিযান চালিয়ে আরিয়ানকে গ্রেপ্তার করেছিল এনসিবি। এরপর প্রায় এক মাস কারাবন্দি থাকার পর মুম্বাই হাইকোর্ট তাকে জামিন দেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা