আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৪৭
তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
সাভার (ঢাকা) প্রতিনিধি

তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় একটি বাড়ির তালাবদ্ধ কক্ষে আগুনে পুড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে আশুলিয়ার পানধোয়া এলাকায় এই ঘটনা ঘটে।

শিশুটির বাবা পেশায় কাঠমিস্ত্রী ও মা গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

জিরাব মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম বলেন, ‘১২টা ৪ মিনিটে বাসাবাড়িতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। আগুনে টিনশেড বাড়ির একটি কক্ষ পুরোপুরি পুরো গেছে। এ সময় কক্ষে তালাবদ্ধ অবস্থায় চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির বাবা পেশায় কাঠমিস্ত্রী ও মা বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন।’

তিনি আরও জানান, আজ সকালে শিশুটির বাবা-মা বাইরে কাজে গেলে তাকে কক্ষের বাইরে থেকে তালাবদ্ধ করে যান। পরে ১২টার হঠাৎ টিনশেড বাড়ির ওই কক্ষে আগুন লেগে ভিতরেই শিশুটি পুড়ে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।