ব্রিটিশ অভিনেতা হেনরি ক্যাভিল সুপারম্যান হয়ে ফিরছেন এই গুজব আগেই উঠেছিল। তবে এতদিন তা ধোঁয়াশা ছিল। এবার এই অভিনেতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ‘ম্যান অব স্টিল’ ছবির সিকুয়েলে সুপারম্যানের ভূমিকায় আবারও দেখা যাবে তাকে। সেই সঙ্গে ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছেন তাদের এই ধৈর্য ধারণের পুরস্কারও তারা পাবেন।
ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। ভিডিওতে সুপারম্যানের পোশাকেই হাজির ক্যাভিল। এই অভিনেতা জানান, তিনি চেয়েছিলেন দর্শকদের ‘ব্ল্যাক অ্যাডাম’ দেখা পর্যন্ত অপেক্ষা করাতে। তারপর তিনি বিষয়টি নিয়ে জানাবেন। এখন যেহেতু ছবিটি দর্শক প্রচুর দেখছে তাই তিনি মনে করেন এবার অফিশিয়ালি ঘোষণা দেয়ার পালা। তিনি সুপারম্যান হিসেবে ফিরছেন।
হেনরি ভক্তদের ধৈর্য ধারণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কী আসছে তার ছোট্ট একটা নমুনা দিলাম। নতুন করে আশার আলো ফুটল।’
জ্যাক স্নাইডার পরিচালিত ‘ম্যান অব স্টিল’ ছবিতে ‘সুপারম্যান’ ক্লার্ক কেন্ট হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন হেনরি। ফিল্মটি ‘ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স’-এর এক নতুন ভিত্তি স্থাপন করেছিল। এরপর হেনরি ২০১৬ সালে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ এবং ২০১৭ সালে ‘জাস্টিস লিগ’-এ সুপারম্যান হিসেবে পর্দায় এসেছেন। এরপর হেনরিও শান্তভাবে এই ইউনিভার্স থেকে বেরিয়ে যান। তার আবার ফিরে আসা ভক্তদের জন্য আনন্দের খবরই বটে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা