আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১৫:১১
জিম্বাবুয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে অ্যান্ডি ফ্লাওয়ার
ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে অ্যান্ডি ফ্লাওয়ার

ক্রিকেট বিশ্বেরই অন্যতম সেরা উইকেট রক্ষক ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ার। ছবি: সংগৃহীত

ক্রিকেট পরিবারেই জন্ম অ্যান্ডি ফ্লাওয়ারের। বাবা বিল ফ্লাওয়ারও ছিলেন পেশায় একজন ক্রিকেটার। আর ভাই গ্রান্ট ফ্লাওয়ার তো ছিলেন তারই প্রিয় সতীর্থ। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জন্ম নিলেও ফ্লাওয়ার খেলেছেন জিম্বাবুয়ে জাতীয় দলে। তাই বাবার কাছ থেকেই ক্রিকেটের হাতেখড়ি হয় ফ্লাওয়ারের। ১৯৯২ সালের ২৩ ফেব্রুয়ারি এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ফ্লাওয়ারের। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করে রাতারাতি এসেছিলেন প্রদীপের আলোয়। বর্ণাঢ্য ক্যারিয়ারে রেকর্ডের কোনো কমতি নেই এই উইকেট রক্ষক ব্যাটারের। টেস্ট উইকেট কিপার হিসেবে ২৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন। যে রেকর্ড এখনো ছুঁতে পারেনি কোনো উইকেট রক্ষক ব্যাটার। খেলোয়াড়ি জীবন শেষে ফ্লাওয়ার কোচিং করিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলকেও। জিম্বাবুয়ে তো বটেই, ক্রিকেট বিশ্বেরই অন্যতম সেরা উইকেট রক্ষক ব্যাটার অ্যান্ডি ফ্লাওয়ার। জিম্বাবুয়ের ইতিহাসে তার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে।

পুরো নাম: অ্যান্ড্রু ফ্লাওয়ার

জন্ম: ২৮ এপ্রিল, ১৯৬৮

জন্মস্থান: কেপটাউন, দক্ষিণ আফ্রিকা

রাশি: ধনু

প্রিয় খেলা: ক্রিকেট

প্রিয় খাবার: চিকেন

প্রিয় পানীয়: ওয়াইন

প্রিয় রং: সাদা, কালো

প্রিয় ক্রিকেটার: ডিন জোন্স

প্রিয় ক্রিকেট দল: জিম্বাবুয়ে ক্রিকেট দল

প্রিয় সতীর্থ: গ্রান্ট ফ্লাওয়ার

প্রিয় গাড়ি: বিএমডব্লিউ

প্রিয় স্টেডিয়াম: হারারে, জিম্বাবুয়ে

প্রিয় শখ: গান শোনা

প্রিয় জুতার ব্র্যান্ড: পিউমা