আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৩৮
বাংলাদেশ কৃষি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ কৃষি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক মিরপুর শাখা আয়োজিত স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ২০২৪ ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, রূপনগর শাখা অডিটোরিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক মিরপুর শাখা আয়োজিত স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ২০২৪ ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, রূপনগর শাখা অডিটোরিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান। অনুষ্ঠানে ঢাকার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকিয়া শিল্পী (অভিভাবক প্রতিনিধি), সাঈদা নারগীস (সহকারী প্রধান শিক্ষক, প্রভাতী শাখা), মো. আজিজুর রহমান (সহকারী প্রধান শিক্ষক, কলেজ দিবা), রেহানা সুলতানা ববি (সহকারী প্রধান শিক্ষক, কলেজ প্রভাতী) ও মঞ্জুর মাহমুদ (সহকারী প্রধান শিক্ষক, মূল বালিকা)। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর শাখার ব্যবস্থাপক রীনা রানী সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। বিজ্ঞপ্তি