ফুটবলের শেষ কয়েক মৌসুমের দলবদলের সময়ই গুঞ্জনের ডালপালা মেলে কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার। বিশেষ করে করিম বেনজেমার রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে। তবে সেসবের আর শেষ পর্যন্ত দেখা মেলে না। সাত বছর ধরে এভাবেই চলছে পিএসজি-এমবাপ্পে সম্পর্ক। কিন্তু এবার আর কোনো গুঞ্জন নয়, নিজেই পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন এই ফরাসি তারকা। চলতি মৌসুমের শেষে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ছেন এমবাপ্পে। এরই মধ্যে ক্লাবের সভাপতি নাসের আল খেলাইফিকে সে কথা জানিয়ে দিয়েছেন তিনি। তবে নিজের ভবিষৎ নিয়ে এখনই খোলাসা করে জানাননি কিছু।
নিজের গন্তব্যের কথা না জানালেও ধারণা করা হচ্ছে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদই যে হতে যাচ্ছে তার পরের ঠিকানা, সেটি একপ্রকার নিশ্চিতই। ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন এসেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
মোনাকো থেকে ২০১৭ সালে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) নাম লেখান এমবাপ্পে।
২০২২ সালে একরকম চূড়ান্তই হয়ে গিয়েছিল এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাওয়া। শেষ মুহূর্তে গিয়ে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন তিনি। সেই চুক্তি অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত প্যারিসে থাকার কথা এই বিশ্বকাপজয়ী তারকার।
চুক্তি অনুযায়ী, এমবাপ্পে চাইলেই আরও একবছর বাড়াতে পারবেন চুক্তির মেয়াদ। কিন্তু সেদিকে আর পা বাড়াচ্ছেন না তিনি। চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে ক্লাব ছাড়তে চান এই তারকা।
পিএসজির একটি সূত্র বলেছে, ‘ক্লাব ছাড়ার বিষয়ে সব শর্তে এখনো একমত হতে পারেনি দুই পক্ষ। আগামী কয়েক মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেলে এমবাপ্পে আনুষ্ঠানিক বিবৃতিতে পিএসজি ছাড়ার ঘোষণা দেবেন।’
২৫ বছর বয়সি এমবাপ্পে এরই মধ্যে দুইবার বিশ্বকাপ ফাইনাল খেলেছেন এবং একবার জিতেছেন। জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কারও। এরই মধ্যে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন হিসেবে স্বীকৃতিও পেয়েছেন। তবে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় অর্জন চ্যাম্পিয়নস লিগ শিরোপা এখনো জেতা হয়নি তার। সেই স্বপ্ন সত্য করতেই রিয়ালে যাচ্ছেন ফরাসি তারকা।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা