ন্যাশনাল ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চলের শাখার বার্ষিক ব্যবসায়িক সম্মেলন গতকাল শনিবার ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল আলম খানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন, শেখ আকতার উদ্দীন আহমেদ এবং ইমরান আহমেদ। এ ছাড়া প্রধান কার্যালয় থেকে বিভিন্ন বিভাগের প্রধানরা এ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি