আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০৪
প্রথম ভালোবাসা নিয়ে আজ থেকে বইমেলায় জাহারা মিতু !
বিনোদন প্রতিবেদক

প্রথম ভালোবাসা নিয়ে আজ থেকে বইমেলায় জাহারা মিতু !

'অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আমার প্রথম ভালোবাসার নাম কি ? কে ছিল ? উত্তরে আমি যা বলি তা কেউ বিশ্বাসই করতে চায় না ! কিন্তু সত্যি সত্যি আমার প্রথম ভালোবাসা হলো কবিতা।'- লেখালেখি প্রসঙ্গে নিজের অনুভূতির প্রকাশটা এভাবেই করলেন দেশীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত নায়িকা জাহারা মিতু।

গেলো বছর বই মেলায় তার সেই প্রথম ভালোবাসা প্রকাশ্যে এসেছিলো বই হিসেবে। সেই সাথে আনুষ্ঠানিকভাবে লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিলো তারও। এরই ধারাবাহিকতায় এবারের বইমেলায় আসছে জাহারা মিতুর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‌‘তুই আমার না পাওয়া ভালোবাসা’। দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত এই কাব্যগ্রন্থটি আজ ১৯ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে প্রকাশনীটির ৪৭৮, ৪৭৯, ৪৮০ নং স্টলে।

নিজের বই প্রকাশের অনুভূতি জানাতে গিয়ে দৈনিক বাংলাকে জাহারা মিতু বললেন,আমার জন্য আমার জীবনের প্রতিটি মুহূর্তকে ঘিরে কবিতার অবস্থান। জীবনে আসা ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন অনুভূতিই হলো কবিতার বিষয়বস্তু। যে কবির তৃতীয় চক্ষু যতোটা শক্তিধর, সে তার পাঠকের অনুভূতি ততোটাই ভালোভাবে বুঝতে পারে। কাউকে ভালোবাসা প্রকাশ করতে একটি কবিতা পাঠিয়ে দেখুন, ভালোবাসার প্রকাশটাই ভিন্ন হবে।'

তিনি আরো বলেন,'গত বছর আমার প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশ হবার পর পাঠকদের কাছ থেকে দারুন সাড়া পেয়েছিলাম। তাদের সেই ভালোবাসাতেই এবারের দ্বিতীয় বইয়ের প্রকাশ। যদিও এবারের বইমেলার সার্বিক অবস্থা দেখে অনেকটা দোটানায় ছিলাম বই প্রকাশ করবো কিনা। অসুস্থ সামাজিকতা আমাকে কখনোই টানেনা। তবে, সব দোলাচল শেষে একজন সাধারণ লেখক সত্তার সাধারণ কিছু সময় এবং অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাতে এবং প্রিয় পাঠকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ বইটির আত্মপ্রকাশ জরুরী ছিলো। এবার আমার অপেক্ষার পালা পাঠকদের প্রতিক্রিয়ার।'

জানা গেছে,পাঠকদের সাথে সাক্ষাৎ ও আলাপচারিতার জন্য আগামী ২১ ফেব্রুয়ারি বিকেলবেলা জাহারা মিতু উপস্থিত থাকবেন বইমেলাতে দেশ প্রকাশনীর স্টলে।

প্রসঙ্গত,২০১৯ সালের অক্টোবর মাসে শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু হয় মিতুর। তারপর কলকাতার অভিনেতা দেবের সঙ্গে জুটি বেঁধে শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘কমান্ডো’ সিনেমায় অভিনয় করছেন তিনি। তবে নায়িকা হিসেবে পর্দায় অভিষেক হয়েছে খ্যাতিমান নির্মাতা কাজী হায়াতের ‘জয় বাংলা’ সিনেমার মাধ্যমে।