আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:১৩
জীবন বিমা করপোরেশনের ব্যবসা উন্নয়নে উদ্যোগ 
দৈনিক বাংলা ডেস্ক

জীবন বিমা করপোরেশনের ব্যবসা উন্নয়নে উদ্যোগ 

জীবন বিমা করপোরেশনের ব্যবসা উন্নয়নে গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বান্দরবানে জেলা প্রশাসনসহ এর শাখা অফিস সফর করেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডাইরেক্টর এ কে এম হাফিজুল্লাহ্ খান। এ সময় তার সফরসঙ্গী ছিলেন জেবিসির জনসংযোগ কর্মকর্তা মো. মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

জীবন বিমা করপোরেশনের ব্যবসা উন্নয়নে গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বান্দরবানে জেলা প্রশাসনসহ এর শাখা অফিস সফর করেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডাইরেক্টর এ কে এম হাফিজুল্লাহ্ খান। এ সময় তার সফরসঙ্গী ছিলেন জেবিসির জনসংযোগ কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সফরে সার্বিকভাবে অংশগ্রহণ করেন বান্দরবান শাখা ম্যানেজারের নেতৃত্বে উন্নয়ন ম্যানেজার, উন্নয়ন অফিসার ও এজেন্টরা। এ সফরের অংশ হিসেবে গত শুক্রবার বিকেলে এমডি শহরের বাজার রোডের জেবিসির শাখা অফিস পরিদর্শন করেন। একই দিন তিনি শাখা ম্যানেজার আনিসউদ্দিন সিকদারসহ উন্নয়ন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পর্যটন ও সম্প্রীতির বান্দরবান জেলায় সরকারি এ প্রতিষ্ঠানের ব্যবসার ক্ষেত্র সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের সঙ্গে তার বাসভবনে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ব্যবসা সম্প্রসারণে এমডির আহ্বানের জবাবে জেলা প্রশাসক জেলার পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের বিমার আওতায় আনার পরিকল্পনা তৈরির আহ্বান জানান। বিজ্ঞপ্তি