আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৫৩
চুয়াডাঙ্গায় ফসলি মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ফসলি মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ছবি: দৈনিক বাংলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি ফসলি মাঠ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম মজনু খাঁ ওরফে ফজলু মিয়া (২৮)।

আজ বুধবার সকালে উপজেলার কাবলেরচারা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে সন্তোষপুর ও ধোপাখালী এই দুই গ্রামের মাঝে কাবলেরচারা নামক মাঠে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়, সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত ফজলু মিয়ার সঙ্গে থাকা তার ফুফাতো ভাই জব্বার আলীও নিখোঁজ রয়েছেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, ‘নিহত ফজলু মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে।’