আপডেট : ২৭ অক্টোবর, ২০২২ ১০:১৮
বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা
ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা

ইনিংসের প্রথম ওভারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে ফিরিয়ে শুরুতেই প্রতিপক্ষকে বড়সড় ধাক্কা দেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তবে সেই চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। কুইন্টন ডি কক ও রাইলি রুশোর ব্যাটিং তাণ্ডবে উল্টো চাপ ফিরিয়ে দিয়েছে প্রোটিয়ারা।

১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৯১ রান।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ওভারের শেষ বলে উইকেটের পিছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ২ রানে ফেরেন বাভুমা।

তিনে নেমে ওপেনার ডি ককের সঙ্গে জুটি গড়েন রুশো। চড়াও হন তাসকিন-মিরাজদের ওপর। পাওয়ার প্লের ৬ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ৬৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৩০ বলে অর্ধশতক তুলে অপরাজিত রুশো। ডি ককও ছুটেছেন ফিফটির দিকে। তাদের ব্যাটে বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা।

১০ ওভারে নিজে বোলিংয়ে না এলেও ৫ জন বোলার ব্যবহার করেছেন সাকিব। মোস্তাফিজ ছাড়া প্রত্যেকে দুহাতে রান বিলাচ্ছেন।