আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১৪:০৯
ট্রাস্ট মডেল একাডেমির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
দৈনিক বাংলা ডেস্ক

ট্রাস্ট মডেল একাডেমির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

রাজধানীর মিরুপুরে ট্রাস্ট মডেল একাডেমির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী গত ২০ ফেব্রুয়ারি একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব বিশিষ্ট কথাসাহিত্যিক, কবি ও গীতিকার মফিজ উদ্দিন আহমেদ (ফরিদ)। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম ফজলুল হক মিয়া (পিআরএল)। ট্রাস্ট মডেল একাডেমির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন একাডেমির উপাধ্যক্ষ মোস্তাকিমা ইসলাম মীম, জ্যেষ্ঠ শিক্ষক আলমগীর কবির। অনুষ্ঠানে গত বছর ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে ট্রাস্ট মডেল একাডেমি এবং বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত ‘বঙ্গবন্ধু- স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।