আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:২১
আইএফআইএলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী
দৈনিক বাংলা ডেস্ক

আইএফআইএলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে দেশের প্রথম পূর্ণাঙ্গ শরিয়াহ্ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল)। ছবি: সংগৃহীত

২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে দেশের প্রথম পূর্ণাঙ্গ শরিয়াহ্ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন আইএফআইএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কেবিএম মঈন উদ্দিন চিশ্তী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। আইএফআইএলের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেবিএম মঈন উদ্দিন চিশ্তী আইএফআইএলের ২৩ বছর পূর্তিতে গ্রাহক, শেয়ার হোল্ডার, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড, এনবিআরসহ সব অংশীদার, আইএফআইেএলের কর্মকর্তা ও কর্মচারীরা শুভেচ্ছা জানান। আইএফআইেএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোশারফ হোসেন তার বক্তব্যে প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে সফলতা ও অর্জনের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় পর্ষদের পরিচালক, অতিথি, বিভাগীয় প্রধান এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশব্যাপী আইএফআইএল শাখাগুলোতেও নানা আয়োজনের মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়। বিজ্ঞপ্তি