আপডেট : ২ মার্চ, ২০২৪ ২৩:২৯
অনলাইন জুয়া রোধে আইন চায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক

অনলাইন জুয়া রোধে আইন চায় পুলিশ

শনিবার রাজারবাগ পুলিশ লাইনসে তিন মন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

অনলাইনে জুয়া খেলা নিয়ন্ত্রণের জন্য নতুন আইন চাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। ১৮৬৭ সালের পাবলিক জুয়া আইন অনুযায়ী কেউ যদি প্রকাশ্যে কোনো সরঞ্জাম ব্যবহার করে জুয়া খেলে তবে তা আইনত দণ্ডনীয় অপরাধ।

শনিবার পুলিশ সপ্তাহর পঞ্চম দিনে রাজারবাগ পুলিশ লাইনসে তিনজন মন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এই নতুন আইনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় উপস্থিত একাধিক পুলিশ কর্মকর্তারা জানান, অনলাইন জুয়া নিয়ন্ত্রণে নতুন আইন করা হলে তা হবে যুগোপযোগী।

মতবিনিয়ম সভার বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক বলেন, মন্ত্রীরা পুলিশ কর্মকর্তাদের কথাগুলো ধৈর্য নিয়ে শুনেছেন। যৌক্তিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।

সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইনমন্ত্রী আনিসুল হক প্রস্তাবিত বিষয়গুলো গুরুত্বসহ বিবেচনা করবেন বলে আশ্বাস দেন। ওই সময় আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, আইনসচিব গোলাম সারওয়ার, গৃহায়ণ ও গণপূর্তসচিব কাজী ওয়াছি উদ্দিন এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মানজুরুল মান্নান।