আপডেট : ২৭ অক্টোবর, ২০২২ ২১:০১
২৩ জেলেকে ফেরত দিল ভারতীয় কোস্টগার্ড
বাগেরহাট প্রতিনিধি

২৩ জেলেকে ফেরত দিল ভারতীয় কোস্টগার্ড

সমুদ্র থেকে উদ্ধার ২৩ জেলেকে বৃহস্পতিবার ফেরত দিয়েছে ভারতীয় কোস্টগার্ড। ছবি: বাংলাদেশ কোস্টগার্ডের সৌজন্যে

বঙ্গোপসাগর থেকে উদ্ধার হওয়া ২৩ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় কোস্টগার্ড। উদ্ধার হওয়া এসব জেলেদের বাড়ি ভোলা জেলার বিভিন্ন উপজেলায়।

বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখায় বৃহস্পতিবার বাংলাদেশের কোস্টগার্ডের কাছে জেলেদের হস্তান্তর করা হয়। পরে সন্ধ্যায় জেলেদের পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

কোস্টগার্ডের পশ্চিম জোনের (মোংলা) গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ বলেন, শুরুতে ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে ২০ জেলেকে উদ্ধারের কথা বলা হয়েছিল। হস্তান্তরের সময় ২৩ বাংলাদেশি জেলেকে হস্তান্তর করা হয়েছে।

খন্দকার মুনিফ বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ২৪ অক্টোবর ২০ জেলেসহ ‘এফভি জেসমিন’ নামে একটি মাছ ধরার ট্রলার সাগরে ডুবে যায়। জেলেরা ড্রাম ও ভাসমান বস্তু আকড়ে সমুদ্রে ভাসতে থাকেন। পরে ২৫ অক্টোবর তাদের উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড। উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে জেলেদের ফেরত দেয়া হয়েছে।