মেধাবী ও প্রত্যয়ী কর্মীদের পদোন্নতি প্রদান করলো আকিজ রিসোর্সেস লিমিটেড। আজ তেজগাঁও অবস্থিত প্রতিষ্ঠানটির লার্নিং অ্যান্ড গ্রোথ একাডেমিতে পদোন্নতি পাওয়া কর্মীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট ও পদোন্নতি পত্র প্রদান করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেখ জসিম উদ্দিন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিএসও মিনহাজ আহমদ, সিএমও মো. মাসুদ রানা, মানবসম্পদ বিভাগের ইন-চার্জ মো. হাবিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আকিজ রিসোর্সেস লিমিটেডের মানবসম্পদ বিভাগ প্রথাগত পদ্ধতির পরিবর্তে আন্তর্জাতিক বানিজ্যিক প্রতিষ্ঠানসমূহের মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে কর্মীদের কর্মদক্ষতা যাচায়ের মাধ্যমে বাৎসরিক মূল্যায়ন সম্পন্ন করে আসছে। এর ফলে মেধাবী ও যোগ্য কর্মীরা পাচ্ছে যথাযথ মূল্যায়ন।