আপডেট : ৬ মার্চ, ২০২৪ ১১:৩৫
জয়ই একমাত্র লক্ষ্য টাইগারদের
নাজমুল সাগর

জয়ই একমাত্র লক্ষ্য টাইগারদের

জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ২৭ রান। ১৯তম ওভারে বল করতে এলেন মাথিসা পাথিরানা। সেই ওভারে ৩টি চার মেরে জাকের আলি অনিক নিলেন ১৫ রান। জয়ের স্বপ্নে তখন আরও বিভোর বাংলাদেশের দর্শকরা। শেষ ওভারে প্রয়োজন ১২ রান। বোলিংয়ে এলেন দাসুন শানাকা। প্রথম বলেই আউট হয়ে ফিরলেন রিশাদ হোসাইন। শানাকা পরের বলটা করলেন ওয়াইড। ৫ বলে প্রয়োজন ১১ রান। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে জাকেরকে স্ট্রাইক দিলেন তাসকিন। ৪ বলে প্রয়োজন ১০ রান। তাণ্ডব চালানো জাকেরের কাছে এটা খুব একটা কঠিন কিছু না; কিন্তু বিপত্তি ঘটল পরের বলেই। শানাকাকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লেন লংঅফে।

বাংলাদেশের আশার বাতি তখন নিবু নিবু করছে। শরিফুল ব্যাটিংয়ে নেমে চার মেরে সেটাকে একটু জালালেন। ২ বলে তখন প্রয়োজন ৬ রান। পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিলেন তাসকিনকে। ৬ মারলে জয় আর ৪ মারলে ড্র; এমন সমীকরণ শেষ বলে। কিন্তু ১ রানের বেশি নিতে পারলেন না তাসকিন। বাংলাদেশ পুড়ল হারের আগুনে।

এটি ছিল প্রথম ম্যাচের ঘটনা। ৩ রানে হেরে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে টাইগাররা। আজ সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে শান্ত বাহিনী। সিরিজ বাঁচাতে চাইলে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই মাহমুদউল্লাহ-জাকেরদের। টাইগারদের জন্য অনেকটা বাঁচা-মরার ম্যাচ হয়ে উঠেছে দ্বিতীয় ম্যাচ। সিলেটে এ ম্যাচটিও শুরু হবে সন্ধ্যা ৬টায়। খেলার চলতি ধারাবিবরণী সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।

টাইগারদের এ ম্যাচ আরও বেশি গুরুত্বপূর্ণ হবে, যদি দেড় বছরের জয়রথ থামাতে না চায়। কারণ প্রায় দেড় বছর ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ হারেনি বাংলাদেশ। সর্বশেষ জিম্বাবুয়ের মাটিতে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টিতে শেষবারের মতো সিরিজ হেরেছিল বাংলাদেশ ২০২২ সালে। মাঝের সময়টাতে আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তানের কেউ হারাতে পারেনি টাইগারদের।

প্রথম ম্যাচে বাংলাদেশ হারলেও এই ম্যাচে বড় পাওয়া ছিল মাহমুদউল্লাহ রিয়াদ আর জাকের আলি অনিকের। ৫৫৯ দিন পরে টি-টোয়েন্টিতে ফিরে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন রিয়াদ। একটা ছক্কা তো গিয়ে পড়েছিল স্টেডিয়ামের বাইরে। অভিষিক্ত জাকের আলিও ছিলেন দুর্দান্ত। তিনি ২২ গজে টর্নেডো তুলেছিলেন।

তবে দলীয়ভাবে ব্যর্থতার বৃত্তে ছিল বাংলাদেশ। এই দুই ব্যাটার বাদবাকি কেউই দলের হাল ধরতে পারেনি। ব্যর্থ ছিলেন লিটন, হৃদয়, সৌম্য, শান্তরা। টাইগারদের বোলিংও ছিল খাপছাড়া। তাই দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে হলে দল হিসেবে ভালো করতে হবে টাইগারদের।