রাজধানীর গ্রিন রোডে সেন্ট্রাল হসপিটাল ও ল্যাবএইড হাসপাতালের রেস্তোরাঁ ও কিচেনে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
অভিযানে ল্যাবএইড হাসপাতালের রুফটপে রেস্তোরাঁর অনুমোদন না পাওয়ায় এবং রান্না ঘরে রাখা গ্যাস সিলিন্ডারে লিকেজ থাকায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে রেস্তোরাঁ ও কিচেনগুলোতে বিদ্যমান অগ্নিনির্বাপণ ব্যবস্থা তদারকির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
এ সময় ল্যাবএইডকে জরিমানা করা হলেও রেস্টুরেন্ট ভাঙা বা সরিয়ে ফেলার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে অভিযানের একপর্যায়ে ল্যাবএইড কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে বিকেল সোয়া ৪টার দিকে ল্যাবএইড হাসপাতালে অভিযান শুরু করে ডিএনসিসির একটি আভিযানিক দল। এ সময় হাসপাতালের ছাদ যেভাবে ব্যবহার হচ্ছে তার অনুমোদন আছে কি না, তা খতিয়ে দেখেন তারা।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা