আপডেট : ২৯ অক্টোবর, ২০২২ ০৮:৫৭
হৃত্বিক-দীপিকার ‘ফাইটার’
বিনোদন ডেস্ক

হৃত্বিক-দীপিকার ‘ফাইটার’

বলিউডে প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন। এ কথা বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে কোন ছবিতে দেখা যাবে তাদের, তা নিয়েও ছিল নানা জল্পনা-কল্পনা। এবার প্রকাশ্যে এল সেই খবর। তাদের একসঙ্গে দেখা যাবে ‘ফাইটার’ ছবিতে। ছবিটির পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে ছবি মুক্তির তারিখও ঘোষণা করলেন হৃত্বিক।

হৃত্বিক লিখেছেন, “২৫ জানুয়ারি, ২০২৪-এ আপনাদের সঙ্গে সিনেমা হলে দেখা হবে। # ‘ফাইটার’।” এ পোস্টারটি অনিল কাপুরও শেয়ার করেছেন। লিখেছেন, ‘ওড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ২৫ জানুয়ারি, ২০২৪-এ ফাইটার উড়ছে। সিটে শক্ত হয়ে বসুন। পড়ে যাবেন না।’

‘ফাইটার’ ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিটিতে হৃত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকে। প্রযোজনা সংস্থা ভায়াকম এইট্টিন স্টুডিওর পক্ষ থেকেও অফিশিয়ালি এই ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে ছবি মুক্তির কথা ছিল। তিনবার মুক্তির দিন পরিবর্তনের পর মুক্তির দিন চূড়ান্ত করা হয়। তবে প্রথমবারের মতো এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় ভক্ত-অনুরাগীরা।