আপডেট : ২৩ মার্চ, ২০২৪ ১২:২৭
এখনো অম্লান বিপাশা হায়াত
জাহাঙ্গীর বিপ্লব

এখনো অম্লান বিপাশা হায়াত

দেশীয় শোবিজে বেশ কয়েকজন বিপাশা রয়েছেন। তাদের নামের আগে-পিছে কোনো না কোনো উপাধি কিংবা বিশেষণ রয়েছে; কিন্তু একজনই বিপাশা রয়েছেন; যার কেবল নাম বললেই চলে। নামের আগে ও পরে আলাদা কোনো বিশেষণের প্রয়োজন পড়ে না। কোনো রকম চিন্তা-ভাবনা ছাড়াই সবার আগে মুখ ফসকে বেরিয়ে আসবে বিপাশা হায়াতের নাম। এক সময় নাটক ও চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করলেও এখন তাকে পর্দায় দেখা যায় একদমই কালে-ভদ্রে। তবুও তার জনপ্রিয়তার কমতি নেই। এমনকি বিপাশা যদি আর অভিনয় নাও করেন তারপরও তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়বে না। সত্যিকারের তারকারা তো এমনই হয়।

দেখতে দেখতে জীবনের ৫৩টি বসন্ত পার করে দিলেন নন্দিত অভিনেত্রী, নাট্যকার ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। আজ তিনি পা দিচ্ছেন ৫৪তম বছরে। ১৯৭১ সালের আজকের দিনে (২৩ মার্চ) বিপাশা হায়াত জন্মগ্রহণ করেন। গুণী এই শিল্পী বর্তমানে স্বামী-সন্তানের সঙ্গে আমেরিকায় অবস্থান করছেন। সেখানে তার দুই সন্তান আরীব ও আরিশা পড়াশোনা করছেন। তাদের আগামীর সুন্দর ভবিষ্যতের জন্যই সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত দম্পতি।

জন্মদিন উপলক্ষে বিপাশার সঙ্গে যোগাযোগ করে দৈনিক বাংলা। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে দৈনিক বাংলাকে ধন্যবাদ জানিয়ে খ্যাতিমান এই তারকা বলেন, ‘অনেক অনেক ভালোলাগছে আমার। আপনারা আমার জন্মদিনের তারিখটা মনে রেখে আমার সঙ্গে যোগাাযোগ করেছেন, এ জন্য দৈনিক বাংলাকে অনেক ধন্যবাদ।’ জন্মদিনে পরিকল্পনা আহামরি পরিকল্পনা আছে কি না- জানতে চাইলে বিপাশা বলেন, ‘না, আহামরি কোনো পরিকল্পনা নেই। এমনিতেই কয়েক বছরই নিজের জন্মদিন জমকালোভাবে পালন করা হয় না। এবারও আমার দুই সন্তান ও পরিবারের সঙ্গে জন্মদিন কাটাব। বড় আয়োজনে নয়, স্বামী-সন্তানদের নিয়ে পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনেই সারাদিন কেটে যাবে। প্রতিবারই অনেকেই ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান। ভক্তরাও আমার জন্মতারিখটা মনে রেখেছেন। এটা সত্যিই ভালোলাগার। এ জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।’

বিপাশা হায়াত প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘বিপাশা তার সব কর্মদিয়েই একজন আলোকিত মানুষ। আমরা দীর্ঘসময় দুজন দুজনকে দেখছি। নিঃসন্দেহে বিপাশা মানুষটিই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তার আলাদা কোনো সত্তাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়ার সুযোগ নেই। কারণ সবকিছু মিলিয়েই পরিপূর্ণ একজন বিপাশা, একজন আলোকিত ও পরিপূর্ণ মানুষ। তার জন্মদিনে অবশ্যই অনেক অনেক শুভকামনা, শুভ জন্মদিন।’

বাংলাদেশ থেকে বিপাশা হায়াতের বাবা বরেণ্য নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত বলেন, ‘এই দিনটাতে বিপাশার জন্ম হয়েছিল, আমি বাবা হয়েছিলাম। আমার খুব আদরের সন্তান বিপাশা। সে দেশে নেই, স্বাভাবিকভাবেই মনটা খারাপ। তবে যেখানে আছে সে তার স্বামী-সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে, এটাই আমার এবং আমার স্ত্রীর মনের শান্তি। সন্তান যেখানেই থাকুক যেভাবেই থাকুক যেন ভালো থাকে, সুস্থ থাকে প্রত্যেক বাবা মায়ের কামনা এটাই। নিশ্চয়ই আজকের দিনে বিপাশা কেক কাটবে। সন্তানদের নিয়ে আনন্দ করবে। বিপাশা সবমিলিয়ে ভালো থাকুক, জন্মদিনটাও ভালো কাটুক-এটাই চাই।’