আপডেট : ৩ জুলাই, ২০২২ ১০:২৭
তাজমহলে নেই দেবদেবীর মূর্তি

তাজমহলে নেই  দেবদেবীর মূর্তি

তাজমহল




ভারতের তাজমহলে কোনো হিন্দু দেবদেবীর মূর্তি নেই বলে স্পষ্ট জানিয়েছে দেশটির প্রত্নতাত্ত্বিক বিভাগ (এএসআই)। তারা আরও জানিয়েছে, কোনো মন্দিরের জমিতে তাজমহল নির্মিত হয়নি। তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত এস গোখলের প্রশ্নের জবাবে এসব কথা জানায় এএসআই। 

সম্প্রতি গোখলে একটি আরটিআই দাখিল করেন। এতে জানতে চাওয়া হয়, তাজমহলের ভেতরে কোথাও কি কোনো মূর্তি আছে বা তাজমহল কি কোনো মন্দিরের ওপর তৈরি কি না। মূর্তি ও মন্দিরের এসব প্রশ্ন নিয়ে জবাব দেয় এএসআই। তারা স্পষ্ট জানিয়েছে, তাজমহলের মধ্যে এসব কিছু নেই।

এএসআই বলেছে, তাজমহলে হিন্দু দেবদেবীর মূর্তি পাওয়া যায়নি। এছাড়া কোন মন্দিরের জমিতে তাজমহল নির্মিত হয়নি।

এর আগে অযোধ্যা বিজেপির মিডিয়া ইনচার্জ ড. রজনীশ সিং আদালতে একটি আবেদন করে তাজমহলের ২২টি কক্ষ খোলার দাবি জানান। তিনি হাজার হাজার হিন্দুর তরফে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, ওই ঘরে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। পিটিশন দাখিল করে তিনি বলেছিলেন,   এ রহস্য অবশ্যই বিশ্বের সামনে আসা উচিত। সেবার ভারতের সুপ্রিম কোর্ট এক্কেবারে কড়া উত্তর দেন বিজেপি নেতাকে। শীর্ষ আদালত বলেন, ভালো করে পড়াশোনা করে তারপর এ নিয়ে পিটিশন করতে।