টেস্টের দ্বিতীয় দিনের শুরুটাও হয়েছে বাংলাদেশের হতাশায় মোড়ানো। শ্রীলঙ্কার বিপক্ষে প্রতিরোধ গড়ার আগেই একে একে ফিরে গেছেন ব্যাটাররা। বাকিদের আসা-যাওয়ার ভিড়ে ব্যতিক্রম ছিলেন শুধু স্পিনার তাইজুল ইসলাম। খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। একটুর জন্য মিস করেছেন টেস্টে নিজের প্রথম অর্ধশতকটা। তবুও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসটি তারই। এটা থেকেই অনুমান করা যায় কেমন করেছে ব্যাটাররা।
তবে দিনের শেষে কিছুটা স্বস্তির পরশ এনে দিয়েছেন বোলাররা। নাহিদ রানা, শরিফুল, তাইজুলরা তুলে নিয়েছেন লঙ্কানদের ৫ উইকেট। তবুও খুব একটা সুখকর অবস্থানে নেই টাইগাররা; ইতোমধ্যেই মাথার ওপর চেপেছে ২১১ রানের লিড।
আগের দিনই মাত্র ৩১ রান তুলতেই বিদায় নিয়েছিল বাংলাদেশের তিনজন ব্যাটার। দিনের শেষটা পার করেছিল মাহমুদুল হাসান জয় আর তাইজুল ইসলাম। দ্বিতীয় দিনে মাত্র ৩ রান যোগ করেই বিদায় নেন জয় (১২)। শাহাদত হোসেন দিপু ফেরেন ১৮ রান করে। লিটন দাস, মেহেদী হাসান মিরাজও বেশিক্ষণ টিকতে পারেনি। ৪৩ বল থেকে লিটন ফিরেছেন ২৫ রান করে আর ৩৪ বল থেকে ১১ করে মিরাজ।
মাত্র ৩ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেছেন তাইজুল ইসলাম; ফিরেছেন ৮০ বল থেকে ৪৭ রান করে। শেষ দিকে শরিফুল ইসলাম আর খালেদ আহমেদ লিডটিকে একশ’র নিচে নিয়ে আসেন। দুজনে মিলে গড়েন ৪০ রানের জুটি। দ্বিতীয় দিনের চা-বিরতির আগেই বাংলাদেশ অল-আউট হয়েছে ১৮৮ রানে। তখনো মাথার ওপর লিড ৯২ রানের।
অভিষিক্ত পেসার নাহিদ রানা প্রথম ইনিংসে যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় ইনিংসটা যেন সেখান থেকেই শুরু করলেন। লঙ্কান শিবিরে প্রথম আঘাতটা হানলেন তিনিই। ওপেনার নিশান মাদুস্কা ফেরেন ১০ রান করে। এরপর ইনিংসের ১২তম ওভারে কুশল মেন্ডসকে ফিরিয়ে ম্যাচে পাঁচ উইকেট পূরণ করলেন এ তরুণ পেসার।
এরপর দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের জোড়া ধাক্কায় দুই অভিজ্ঞ ম্যাথুস ও দিনেশ চান্ডিমালকে হারায় শ্রীলঙ্কা। অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা আর দিমুথ করুনারত্ন গড়েন ৪৯ রানের জুটি। এতেই দ্বিতীয় ইনিংসে ১০০ পার করে শ্রীলঙ্কা। শেষ বেলায় এসে করুনারত্নকে ফিরিয়ে কিছুটা স্বস্তি এনে দেন শরিফুল ইসলাম।
৯২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা দিন শেষে ৩৬ ওভারে ৫ উইকেটে ১১৯ রান করেছে, লিড ২১১। ক্রিজে আছেন ২৩ রানে অপরাজিত অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ২ রান নিয়ে খেলছেন বিশ্ব ফার্নান্দো। তৃতীয় দিনে টাইগারদের লক্ষ্য থাকবে দ্রুতই লঙ্কানদের অল-আউট করা।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা