বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে গ্রামীণ ব্যাংক।
এ উপলক্ষে (২৬ মার্চ) বিকেল ৩টায় গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়, মিরপুর-২, অডিটোরিয়ামে প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রদীপ কুমার সাহা, মহাব্যবস্থাপক, অভ্যন্তরীণ নিরীক্ষণ ও পরিপালন বিভাগ, গ্রামীণ ব্যাংক।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। আলোচনা সভায় ব্যবস্থাপনা পরিচালক জনাব নূর মোহাম্মদ বলেন, ‘মানুষের মৌলিক ও ন্যায়সংগত অধিকার নিশ্চিত করার মাধ্যমে জাতীয় পরিচয় প্রতিষ্ঠা, শোষণ, বৈষম্য, অন্যায়ের অবসান ঘটিয়ে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত একটি সুখীসমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই অর্থবহ হয়ে উঠবে আমাদের স্বাধীনতা।’
আলোচনার মাঝে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, বঙ্গবন্ধু ও বাংলাদেশের উপর নির্মিত তথ্যচিত্র, একাত্তরের চিঠি ও স্বাধীনতার কবিতা আবৃত্তি ও ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্য, মুক্তিযুদ্ধে দেশের জন্য আত্মদানকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা