আপডেট : ৩১ মার্চ, ২০২৪ ১৭:১৯
আরও কমলো ডিজেল-কেরোসিনের দাম
ইউএনবি

আরও কমলো ডিজেল-কেরোসিনের দাম

ফাইল ছবি

সরকার এপ্রিল মাসের জন্য পেট্রোলিয়াম জ্বালানির স্বয়ংক্রিয় খুচরা মূল্য নির্ধারণ করেছে। আজ রোববার নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা করা হয়েছে। আগে ১০৮ টাকা ২৫ পয়সা দাম ছিল।

আগামীকাল সোমবার থেকে এই দাম কার্যকর হবে। প্রতি লিটার অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে যথাক্রমে ১২৬ টাকা ও ১২২ টাকা।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গেজেট নোটিফিকেশনের মাধ্যমে নতুন স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রথম স্বয়ংক্রিয় মূল্য ৭ মার্চ থেকে কার্যকর হয়েছে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের সঙ্গে সঙ্গতি রেখেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১ মার্চ দেশব্যাপী জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ‘জ্বালানি মূল্য নির্দেশিকা’ জারি করে সরকার। এতে বলা হয়, আন্তর্জাতিক মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় মূল্য বাড়বে-কমবে এবং প্রতি মাসে সরকার এক মাস মেয়াদে এ ধরনের দাম ঘোষণা করবে।