আপডেট : ৩ এপ্রিল, ২০২৪ ১৪:০৪
এবার কবীর সুমনকে নিয়ে গান
বিনোদন ডেস্ক

এবার কবীর সুমনকে নিয়ে গান

দুই বাংলার আলোচিত গায়ক-সুরকার-গীতিকার কবীর সুমনকে নিয়ে তৈরি হয়েছে গান। ‘প্রিয় সুমনের গানে’ শিরোনামের গানটি লিখেছেন প্রবীর সরদার। সুর ও সংগীত করেছেন বিভুব্রত আচার্যী। গেয়েছেন রাকা ভট্টাচার্য।

এরই মধ্যে গানটি শুনেছেন কবীর সুমন। ২৯ মার্চ গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন প্রবীর। গানটি নিয়ে প্রবীর সরদার বলেন, ‘বাংলা গানের ইতিহাসে কবীর সুমন এক অনবদ্য নাম। কলকাতার পাশাপাশি বাংলাদেশেও তিনি সমান জনপ্রিয়। তার গানের শব্দশৈলী, সুর আমাকে সব সময় বিমোহিত করে, অনুপ্রেরণা জোগায়। নিজের ভালোলাগা থেকে গানটি করেছি। এই গান দিয়েই শিল্পীর ৭৫তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছি আমরা। গানটি সুমন অনুসারী শ্রোতাদের ভালো লাগবে বলে বিশ্বাস।