১১৪ বছর বয়সে মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ভেনিজুয়েলার হুয়ান ভিনসেন্ট পেরেজ মোরা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।
২০২২ সালের ৪ ফেব্রুয়ারি তাকে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে তাকে স্বীকৃতি দেয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। সে সময়ে তার বয়স ছিল ১১২ বছর।
পেরেজের ছিল ১১টি সন্তান এবং ৪১ জন নাতি-নাতনি। এই ৪১ জনের আবার ১৮টি সন্তান রয়েছে। আর এই ১৮ জনের রয়েছে আরও ১২জন সন্তান।
পেরেজের ডাকনাম ছিল ‘টিও ভিনসেন্ট’। এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে জন্ম গ্রহণ করেন তিনি। দশ ভাই বোনের মধ্যে নবম ছিলেন পেরেজ। আখ ও কফি চাষাবাদ ছিল তার পেশা। জীবনের এক পর্যায়ে ওই শহরেই শেরিফের দায়িত্ব নেন এবং স্থানীয় জমি ও পারিবারিক বিবাদ মেটানোর কাজ করতেন।
গিনেসের ২০২২ সালের বিবৃতিতে তার সম্পর্কে এসব তথ্য তুলে ধরা হয়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা