আপডেট : ৬ এপ্রিল, ২০২৪ ১১:৫১
মার্টিনেজরা সুযোগ পাবে কি আর্জেন্টিনা দলে!
ক্রীড়া ডেস্ক

মার্টিনেজরা সুযোগ পাবে কি আর্জেন্টিনা দলে!

এ বছরই প্যারিসে বসছে অলিম্পিকের আসর। ব্রাজিলকে বিদায় করে সেখানে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আকাশি-নীল জার্সি গায়ে অলিম্পিক মাতানোর ইচ্ছে পোষণ করেছেন বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তবে চাইলেই ফ্রান্সের বিমান ধরতে পারছেন না তারা। কারণ একে তো অলিম্পিক দলে বয়সের বাধ্যবাধকতা, তার ওপর ক্লাবের সঙ্গে চুক্তি অনিশ্চয়তায় ফেলেছে ফুটবলারদের। তার চেয়েও বড় বিষয় হচ্ছে হাভিয়ের মাশচেরানোর দলে পজেশন অনুযায়ী জায়গা করে নেওয়া। কিন্তু এমি মার্টিনেজ কিংবা এনজো ফার্নান্দেসের মতো ফুটবলার যদি নিজে থেকেই খেলার আগ্রহ প্রকাশ করেন সেখানে নিশ্চয়ই আপত্তি তোলার কেউ থাকবে না।

অলিম্পিক গেমসে খেলতে তাকে ছাড়তে চেলসির কাছে রিলিজ লেটার চাইবেন বলে জানিয়েছেন কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার এনজো ফার্নান্দেস। নিজ ক্লাব অ্যাস্টন ভিলাকেও নিজের ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন মার্টিনেজ। ক্লাবের চেয়ে জাতীয় দল সবসময় অগ্রাধিকারের তালিকায় থাকে বলেও জানান এমি।

ফুটবলের অলিম্পিক ইভেন্টে খেলতে হলে বয়স হতে হবে ২৩-এর মধ্যে। সর্বোচ্চ তিন ফুটবলার পাবেন সিনিয়র ক্যাটাগরিতে খেলার সুযোগ। অবশ্য এই নিয়মের বেড়াজালে নেই কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জেতা এনজো ফার্নান্দেস। তাই নরমাল ক্যাটাগরিতেই তিনি জায়গা পাচ্ছেন দলে। আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছেন তিনি। গেমস চলাকালীন তাকে ছাড়তে চেলসির সঙ্গে এরই মধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন তিনি।

ফিফা উইন্ডো ছাড়া ক্লাব তার নিবন্ধনকৃত ফুটবলার ছাড়তে বাধ্য নয়। অলিম্পিক গেমস এই উইন্ডোর বাইরে। আর তাই এনজো ফার্নান্দেসের মতো একই সমস্যায় এমিলিয়ানো মার্টিনেজ। তিনিও খুব করে চাইছেন মাশচেরানোর দলের সদস্য হতে। কিন্তু সমস্যা হলো কোপা আমেরিকার ছুটি দেওয়ার পর অল্প সময়ের ব্যবধানে ক্লাব তাকে আবারও ছাড়বে কিনা।

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেন, ‘অলিম্পিকে খেলার জন্য আমরা মুখিয়ে আছি। যদি মাশচেরানো আমাদের চায় অবশ্যই দলের সঙ্গে যোগ দেব। ক্লাবের চেয়ে জাতীয় দল সব সময়ই আগে। যদি ক্লাব আমাদের ছাড়তে না চায়, আমাদের ক্ষমতা আছে সব সময় জাতীয় দলকে প্রাধান্য দেওয়ার।’

এনজো, এমি ছাড়াও ক্রিস্টিয়ানো রোমেরো এবং ওতামেন্ডি আগ্রহ প্রকাশ করেছেন আর্জেন্টিনার হয়ে প্যারিস অলিম্পিক খেলার।