আপডেট : ৩০ অক্টোবর, ২০২২ ১৭:৩৯
চার পদে কর্মী নেবে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ
দৈনিক বাংলা ডেস্ক

চার পদে কর্মী নেবে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ

চার পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড

শাখা ব্যবস্থাপক, বিক্রয় ও বিপণন কর্মকর্তা, অ্যাকাউন্টস অফিসার এবং অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। যোগ্যতা: ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং বা এমন বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর। আংশিক সিএফএ কিংবা অন্য পেশাদার ডিগ্রি থাকলে ভালো। ৮ থেকে ১০ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা। পাশাপাশি পুঁজিবাজার সম্পর্কে ধারণা থাকতে হবে।

পদের নাম: বিক্রয় ও বিপণন কর্মকর্তা। পদের সংখ্যা: নির্ধারিত না। যোগ্যতা: মার্কেটিং বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর। করপোরেট সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: অ্যাকাউন্টস অফিসার। পদের সংখ্যা: নির্ধারিত না। যোগ্যতা: ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক। অন্তত এক বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

পদের নাম: অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ। পদের সংখ্যা: নির্ধারিত না। যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর। সিডিবিএল, ডিএসই, সিএসইর সঙ্গে লেনদেন সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে। লাগবে সংশ্লিষ্ট কাজে ৩ থেকে ৬ বছরের অভিজ্ঞতা।

নিয়োগ চূড়ান্ত হওয়ার পর কর্মস্থল হবে রাজধানীর নিকুঞ্জে। বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা মেনে অন্যান্য সুবিধাদি ঠিক করা হবে।সাম্প্রতিক তোলা ছবিসহ জীবনবৃত্তান্ত ই-মেইলে (hr@ padmasecurities.com.bd) পাঠাতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।