আপডেট : ১৬ এপ্রিল, ২০২৪ ১৫:২১
এইচএল ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
দৈনিক বাংলা ডেস্ক

এইচএল ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

এইচএল ফাউন্ডেশনের (সামাজিক উৎকর্ষতায় এইচএল ফাউন্ডেশন) উদ্যোগে সম্প্রতি সংগঠনের প্রধান কার্যালয়ে অসহায়, এতিম ও দুস্থ জনগণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে ঈদসামগ্রী বিতরণের পাশাপাশি ফাউন্ডেশনের জাকাত তহবিল থেকে হুইল চেয়ারে আসা অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কিছু নগদ অর্থও প্রদান করা হয়। ছবি: সংগৃহীত

এইচএল ফাউন্ডেশনের (সামাজিক উৎকর্ষতায় এইচএল ফাউন্ডেশন) উদ্যোগে সম্প্রতি সংগঠনের প্রধান কার্যালয়ে অসহায়, এতিম ও দুস্থ জনগণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে ঈদসামগ্রী বিতরণের পাশাপাশি ফাউন্ডেশনের জাকাত তহবিল থেকে হুইল চেয়ারে আসা অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কিছু নগদ অর্থও প্রদান করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা এ কে এম হাফিজুল্লাহ্ খান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়াও সংগঠনসংশ্লিষ্ট পরিবারের সব সদস্যরা উপস্থিত ছিলেন।

হাফিজুল্লাহ খান লিটনের প্রয়াত বাবা এবং তার গর্ভধারিণী মায়ের নামে গড়া মানবহিতৈষী, সমাজকল্যাণমূলক, অলাভজনক ও অরাজনৈতিক এ সংগনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে একটি আধুনিক সমাজ গঠন তথা প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্য স্থানীয় জনপ্রতিনিধিরা এবং স্থানীয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন মর্মে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অত্যন্ত আধুনিক দর্শন ও চিন্তাধারার মানসে সম্প্রতি প্রতিষ্ঠিত এই সংগঠনটি গত মার্চ মাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে। অতঃপর অদ্যকার এই অভূতপূর্ব মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নকল্পে আনুষ্ঠানিক অভিযাত্রা শুরু করে।

অনুষ্ঠান শেষে সভাপতি অনুষ্ঠানে আসা সব অতিথিসহ উপস্থিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি