আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪ ১০:৫৬
বিএডিসিতে জীবপ্রযুক্তি প্রকল্পের প্রশিক্ষণ
দৈনিক বাংলা ডেস্ক

বিএডিসিতে জীবপ্রযুক্তি প্রকল্পের প্রশিক্ষণ

রাজধানীর গাবতলীর বীজ ভবনে গতকাল মঙ্গলবার জীবপ্রযুক্তির মাধ্যমে মানসম্পন্ন বীজআলু ও উদ্যান জাতীয় ফসল উৎপাদন কলাকৌশল এবং গ্রিন হাউজে হাইড্রোপনিক্স ও অ্যারোপনিক্স ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ছবি : সংগৃহীত

রাজধানীর গাবতলীর বীজ ভবনে গতকাল মঙ্গলবার জীবপ্রযুক্তির মাধ্যমে মানসম্পন্ন বীজআলু ও উদ্যান জাতীয় ফসল উৎপাদন কলাকৌশল এবং গ্রিন হাউজে হাইড্রোপনিক্স ও অ্যারোপনিক্স ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। বিএডিসির মাধ্যমে বাস্তবায়নাধীন জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্পের মাধ্যমে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমটি গতকাল শুরু হয়ে আজ ২৪ এপ্রিল পর্যন্ত চলবে। দুই দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ। প্রধান অতিথির বক্তব্যে বিএডিসি চেয়ারম্যান বলেন, বিএডিসি মূলত দৃশ্যমান কাজ করে মাঝে এবং এর কার্যক্রম দেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ সংস্থার কার্যক্রমের সঙ্গে জড়িত আছে কৃষকের নিবিড় সম্পৃক্ততা। তিনি আরও বলেন, হাইব্রিড বীজ উৎপাদন, হাইড্রোপনিক্স এবং অ্যারোপনিক্স একটি অত্যাধুনিক কলাকৌশল। এ ধরনের কলাকৌশল কার্যক্রমের সঙ্গে উপসহকারী পরিচালক, সহকারী পরিচালক এবং উপপরিচালকদের নিয়োজিত করে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি কর্মশালায় গ্রিন হাউজের মাধ্যমে বিশুদ্ধ বীজ উৎপাদনেও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি