আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪ ২১:০৫
ডিইউজের নিন্দা,বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক

ডিইউজের নিন্দা,বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান

এফডিসিতে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এই ঘটনায় সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যে বর্বরোচিত হামলার শিকার হলেন তা অতান্ত ন্যাক্কারজনক ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।

তারা অপরাধীদের কঠোর শাস্তি দাবি করে ২৪ ঘণ্টার মধ্যে সুষ্ঠ তদন্ত নিশ্চিতের পাশাপাশি আহতদের সু-চিকিৎসাসহ ক্ষতিপূরণও দাবি করেন।

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান

এদিকে আজ দুপুরে সাংবাদিকদের উপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে প্রতিবাদ স্মারকলিপি প্রদান করা হয় এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

এসময় বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক স্মারকলিপি গ্রহণ করেন এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।